মুখস্থ করেছি দৃষ্টি , বৃষ্টি হবি কবে !
তোরই কন্ঠের হরিনাভি সুরধ্বণি
অনুবাদ করে গেছি কবিতায় অক্ষরে অক্ষরে ।
ঘুমন্ত কলিং বেল-এ
জীবন্ত করেছি তোর লাজুক প্রশ্রয় ।
দিয়েছি সময় ঢেলে সংশয়ী শেকড়ের বীজে ।
মাটির মমতা রস মাধুকরি করে করে
অঙ্কুরমুখ আমি করেছি নির্মাণ ।
প্রেমিক বিস্ময়ে দেখি ,
সেই মুখে তোর হাসি
ঝিরিঝিরি শ্রাবণের বৃষ্টি হয়ে ঝরে ।
কত কত দৃশ্য খুঁজে হয়রান শেষে
কবেই অজান্তে তুই হয়েছিস্ মানসী আমার ।
তুই কি জানিস্ !