মুক্তগদ্য পত্র সাহিত্য
প্রিয়তমাষু
ভালোবাসা নিও, আর খুব ভালো থেকো তুমি ।চিঠি তো লিখতে চাই আগের মতোই সেটা তুমি খুব ই জানো। হৃদয়ের মোচড়ানো ব্যাথা গুলো, কিছু সুখানুভূতি ও তো লিখে উজাড় করতে চাই। মনের গভীরে যত কিছু জমা আছে , সময় পাই না আর আগের মতন, লেখা হয় নাই কাগজে কলমে তাই।
দেখতে পাই না আর আগের পিওন, চিঠি লেখা তাই আগের মতন হয়ে ওঠে নাকো আর, চিঠি পাঠাবার সুখ অনুভূতি, মনেতে গোপন রাখি চাপা অনুস্বর।
তুমিও তো আসো না চুপ কথা বলোনা, আড়ালে পার্কে বসে ঠোঁটে ছোঁয়া লাগেনা, অনুভূতি জাগে না, চিঠি তাই আর ভালো আসে না।
গোপন কিছুই নেই, ভালোবাসা অচেনাই, লেখার তাগিদ গেছে কমে, পিওনের আনাগোনা কবে গেছে থেমে সোনা, মেসেজে ই কাজ সারি আষাঢ়ে। ভুলে যাই ভাদরে জল পড়ে অঝোরে ছাতা টাতা কিছু আর লাগে না, জানি তো পাত্তা তুমি দেবেনা।কেউ আর চিঠি বিলি করে না, তাই চিঠি লেখা আর হয় না।
পোস্ট কার্ডে সব চিঠি পড়া যায়, একে খোলা চিঠি বলে জানিনা, ইনল্যান্ড, খাম সবই খোলা যায়, কেটলির বাষ্প টা লাগালে। তা হলে উপায় বলো কি আছে, খোলা চিঠি তোমাকে তো দেবো না, মেসেজ করেছি প্রেম তোমাকে, তুমি যেন কিছু মনে কোর না। প্রোফাইল লক করা জানতো, মেসেজ টা এনক্রিপ্টেড আছে শোনা যায়, আগাপাশতলা সব খুঁজেছি, এখন তো মেসেজেই বলা যায়। আর আছে ফেসবুক অদ্ভুত, হোয়াটসঅ্যাপে কতো কিছু বলা যায়, পিওন আর নাই আসে আসুক , মেঘদূত হলে তুমি জানতে।
যদি বলো পত্র সাহিত্য ছিল অনুপম, সে সাহিত্য শুনেছি তো বেলাগম, কোথায় হারানো চিঠি খুঁজে পাই, তার সদগতি এবারেই জানালাম। মতামতে তোমার টা জানা চাই, এ চিঠি র এখানেই ইতি তাই।
শুভেচ্ছা ও শুভ কামনা জানাই,
ইতি তোমার একান্ত অনুরক্ত কবি।।