আজকে বলো হঠাৎ কেন করলে আমায় ফোন?
মিসড কলটা দেখেই আমার খটকা লাগে মন।
এসেছি ছেড়ে তোমায় আমি হলো অনেক দিন,
আছো ভালোই পেয়েছি খবর মনে সুখের বীণ।
আচমকা আজ হলোটা কি! পড়লো আমায় মনে,
বান্ধবী কি পাল্টি খেলো, রইলো না তোমার সনে?
বলেছিলাম স্বার্থপর ও, বিষয় লোভী খুব,
দাওনি আমল আমার কথার থাকতে বসে চুপ।
এবার বলো সকাল সকাল করলে কেন কল?
ঠিক বুঝেছি একা আছো পাচ্ছো কর্ম ফল।
আরতি দি-ও কি আসেনা কাজে ছেড়েছে ওই বাড়ি!
এক্কেবারে একা রয়েছো ; নাকি এখনো আসে ঐ বদের ধাড়ি?
ও হো, সত্যি তবে গেছে আপদ; বলছো আমায় ঠিক!
তাহলে তো তোমার মনের ঘরে লেগেছে ভালো ফিক।
আমিও খুব ভালো আছি প্রশ্বাস ফেলি শুদ্ধ,
কেউ আমাকে বাধ্য করেনা থাকতে ঘরে রুদ্ধ।
ভাগ্যিস আমি ছাড়িনি চাকরিটা তোমার কথা মত,
নইলে যে কি হাল হতো আমার জীবনটাই বুঝি যেত।
আচ্ছা এখন মেজাজ তোমার নিশ্চয় গেছে ধসে,
যখন তখন সামান্য কথায় এখনো কি মারতে আসো কষে?
আচ্ছা এখন ঘুম থেকে ডেকে দেয় তোমায় কে?
জামা কাপড় ইস্ত্রি করে; টিফিন সাজিয়ে রাখে!
অফিস থেকে ফিরলে পরে কে দেয় চা সামনে!
বেজায় নিঃস্ব আজকে তুমি, তাই পড়েছে আমায় মনে?