মা শব্দের কি যে জাদু আছে,
মা ডাকে প্রাণ মন জুড়ায়,মনে পাই শক্তি।
মা শব্দে স্নেহ মায়া মমতা লুকিয়ে থাকে,
মা মা গন্ধ মায়ের শাড়ির আাঁচলে ভক্তি।
সুখে দুঃখে মা গো তোমায় শুধু খুঁজি।
মমতাময়ী মা তুমি যে জগতের জগদ্ধাত্রী।
সকলেই শুদ্ধ হয়ে ঠাকুরের পুজো করেন,
আমি মায়ের পুজো করি কি বা দিনরাত্রি!!