সাড়ে ছয় হাতে দেহ জড়াবে নিশ্চয়,
থানকাপড়ের গন্ধ আর জাগাবে না
মৃত্যু নয়, প্রসঙ্গত মূর্ছা মনে হবে।
কিছু কাঠকুটো আমি উঠোনে রেখেছি
কাচের বয়ামে আছে পুরাতন ঘৃত
তাহলে তো মূর্ছা নয়, মানুষটি মৃত।
সাড়ে ছয় হাতে দেহ জড়াবে নিশ্চয়,
থানকাপড়ের গন্ধ আর জাগাবে না
মৃত্যু নয়, প্রসঙ্গত মূর্ছা মনে হবে।
কিছু কাঠকুটো আমি উঠোনে রেখেছি
কাচের বয়ামে আছে পুরাতন ঘৃত
তাহলে তো মূর্ছা নয়, মানুষটি মৃত।
অডিও হিসাবে শুনুন মনে মনে বহুদূর চলে গেছি – যেখান…
অডিও হিসাবে শুনুন বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার…
অডিও হিসাবে শুনুন সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছেশীতের বারান্দা…