যুগ যুগ ধরে ধরে দেখেছি আধিপত্যের গোপন বিস্তার
দেখেছি আঘাত শরীর জুড়ে
দেখেছি আগ্রাসন, হত্যা প্রতিনিয়ত
রক্তে রক্তে রক্তিম নিষ্পাপ কালো অক্ষর,বর্ণ – ধ্বনি – সুর
এসবে আমি কাঁদিনি, মরিনি
আমার প্রাক-ঐতিহাসিক ফুলবাগানে অফুরন্ত ফুল
কনকচাঁপা, জুঁই, টগর মাধবীলতা
কত আলো,পতঙ্গগীত, কাব্যময় প্রাচীন শিশির
যতবার আধিপত্যের নামে অপমান করবে ফুল দেব দু’হাত ভরে
যতবার আঘাত করবে আগ্রাসনের নামে
উদাত্ত কণ্ঠে শোনাবো চিরন্তন কবিতা
যতবার কণ্ঠ রোধ করে হত্যা করবে
শাশ্বত গান হয়ে মুছে দেবো তোমার সমস্ত অন্ধকার
এই মাটি, এই আকাশ, এই বাতাস, অরণ্য-নদী-পাহাড় যাকে তুমি ভালোবেসে বলো পবিত্র মাতৃভূমি
আমি তার স্পন্দনধ্বনি,তোমার প্রিয় মাতৃভাষা
তোমার বড় আদরের প্রিয় মাতৃভাষা