ভোরের শেফালি ঝরা সৌরভ মধুর
শিশিরে ভিজেছে ঘাস সাজে কাশ বন
আকাশে বাতাসে ভাসে তর্পণের সুর
পিতৃকল্প অনুষ্ঠান পুণ্য তিথি ক্ষণ।
দেবী মা’র আরাধনা আগমনি গানে
মহিষমর্দিনী রূপে মর্তে আবাহন
মা মেনকা উচ্ছ্বসিত ব্যাকুলিত প্রানে
চরাচর মাতোয়ারা আনন্দে মগন।
মহালয়া নিশিভোরে শাস্ত্রের বিধানে
দুর্গা পূজার সূচনা মর্ত্যলোক মাঝে
মহান আলয় দুর্গা মহালয়া মানে
পিতৃপক্ষ মাতৃপক্ষ সন্ধিক্ষণে রাজে।
আশ্বিনের পুণ্যলগ্নে দেবীর বোধন
চক্ষুদান মাধ্যমেই চিন্ময় চেতন।