মহাতরঙ্গে ভেসে যাচ্ছে আমার চাঁদ সূর্য,
হাতে না পাওয়ার জপমালা,
সাগর থেকে ছিটকে এসে বিন্দু হয়েছি কবেই
বড় লজ্জার।
এ পথ যুদ্ধ উৎসবের
প্রস্তুত হও।
জয় পরাজয় শেষে –
আবার তো আদি গৃহে ফেরার পালা
অথচ পথের আদি অন্ত জুড়ে বৃথা দুর্গন্ধ রক্ত।
মহাতরঙ্গে ভেসে যাচ্ছে আমার চাঁদ সূর্য,
হাতে না পাওয়ার জপমালা,
সাগর থেকে ছিটকে এসে বিন্দু হয়েছি কবেই
বড় লজ্জার।
এ পথ যুদ্ধ উৎসবের
প্রস্তুত হও।
জয় পরাজয় শেষে –
আবার তো আদি গৃহে ফেরার পালা
অথচ পথের আদি অন্ত জুড়ে বৃথা দুর্গন্ধ রক্ত।