মনটাই ছিল না মনের ভেতর
একটা শুধু দুর্ভাবনা তীব্র হয়ে উঠেছিল
সেই দীর্ঘ মুহূর্তে…
এমন এক ঘনঘোর মুহূর্তে যখন
ঝড়ের নিবিড় কাঁপন
চারপাশ অসম্ভব ভেঙেচুরে যায়
অবাধ্য সময়ের নির্মম নির্মমতায়
দুর্ভাবনাটা ঠিক কিসে জেগেছিল
কি তার অভিপ্রায় আজও তা পারিনি জানতে
হয়তো আমাকে অন্তর্ঘাতের বড়ো প্রয়োজন ছিল
তাই সক্রিয় ছিল কি কোন বিপথিক !
সমস্ত আড়াল ভেঙে পড়েছিল মনে
ক্রমশঃ চুরমার হয়ে যাচ্ছিল ভয়,দুর্ভাভনার অর্গল
সে সময় দূরে বেজেছিল এক ‘ডাকাতিয়া বাঁশি’
ভেসে আসা বাঁশির সেই মুহুর্ত গান মুঠোয় ভরিয়ে
সুর ও তাল লয়ে আমি একান্তে একা একাই
নিজের কাছে আসি ফিরে
পিছনে থেকে যায় যে অতীত,সেই অতীতই
মনের সাথে মনে মনে মনের কথা বলে
এখনও জেগে থাকে মন মনের মানুষের কাছে
জেগে থাকে এ’মন তবুও অকারণ দুর্ভাবনায় ।