ঠিকানায় পৌঁছে যায়নি চিঠি,
নীল খামে আজও বন্দী অনুভূতির বর্ণমালা,
অক্ষরের অক্ষরেখা জুড়ে শুধুই ছিল বসন্ত বাতাস,
গড়িমসি সময় এলেবেলে কেটেছে অনেকটাই,
গোধূলির অস্তরাগে উদ্ভাসিত কনে আলোর রাঙালাজ।
স্বস্তির নিঃশ্বাসে ছিল একপশলা মৃদুমন্দ আনন্দ,
শূন্য থেকে আত্মমগ্নতায় নির্বাক ব্রতকথা,
নিবিড় আদিগন্ত মায়ায় পাঁপড়ি ছড়ানো উচ্ছাস,
স্বরলিপি লিখে রাখে বিগত ছিন্নসুখ অনুরাগ।
ভাবাবেগে অপেক্ষার পালা হাতড়িয়ে খোঁজে যতিচিহ্ন,
দমকা হাওয়ায় অবয়বে জমে আছে বিস্তর অভিমান,
নিরুদ্দেশ যাত্রার পথে উষ্ণতার মিঠে সংলাপ,
ঠিকানা খুঁজে পায়নি চিঠির গভীরতা…..