বলাকা পাখায় উড়ে চলে
মনটা আমার গগন তলে ,
সূর্য যখন পাটে ঢলে
রামধনু রং দেখি চেয়ে।
আকাশ যখন জোছনায় ভরে
নক্ষত্র ছায় উজল করে,
একলা আমি আকাশ ঘরে
ঘুরে বেড়াই তারার মাঝে।
অপরূপ এক মায়াবী রাত
বন্ধু হয়ে থাকে সাথ,
খুশি আনন্দে হয়ে মাত
তারার বাসর দেখি চেয়ে।
ভোরের বেলা অর্ক যখন
রক্ত রাগে উঠে গগন,
পুলক আবেগে মনটা তখন
ফিরে আপন হৃদয় নীড়ে।