লেখা কেন আসে না!আসে না যে কোন শব্দ?
নিস্তরঙ্গ নদীর কান্নায় শব্দ চাসীর চোখ বন্ধ!
আকাশের অনেক নিচে ধান জমির পরে,
জলভরা চোখের নিচে তার অশ্রু ঝরে।
নির্জন দুপরের নিস্তব্ধতায় পাতা খসার শব্দে,
পাগল সমীরণ বয়ে যায়,বলে যায় কানে কানে,
“কথা তাকেই উপহার দাও, যে শুনতে চায়”….