ঘুচে কালো ফুটে আলো কত ভালো লাগে,
নানা সঙে কত ঢঙে ফুল রঙে জাগে।
রবি কর দিন ভর তৎপর হায়,
জলে স্থলে ফুলে ফলে ধরাতলে ছায়।
বায়ু বয় মধুময় ধীর লয়ে তাতে,
চনমনে পক্ষীগণে বনে বনে মাতে।
মধুমাস দুই মাস কত বাস বয়,
সুবাসিত সুশোভিত বিমোহিত রয়।
কুঞ্জে কুঞ্জে পুষ্প পুঞ্জে অলি ভুঞ্জে বাগে,
প্রজাপতি ব্যস্ত অতি দ্রুতগতি ভাগে।
বনতলে পলে পলে ফুল দলে সাজ,
পাখি উড়ে নীল দূরে সুখে করে রাজ।
ভোরবেলা খুশি মেলা পাখি খেলা করে,
কত সুর ভরপুর সুমধুর স্বরে।
নদী জলে তরী চলে অস্তাচলে রবি,
কত শোভা দেখি প্রভা মনোলোভা ছবি।
মন বীণা বাজে ক্ষীণা তুমি হীনা হায়,
বিরোহিত বিবশিত বিরসিত তায়।
মধুমাস সুখ খাস দুই মাস থাকে,
জলতলে কোন ছলে হংসী পলে ডাকে।
নদী জলে দলে দলে ভেসে চলে তরী,
মাঝি তায় গান গায় দেবতায় স্মরি।
খালে বিলে বক মিলে মাছ গিলে ক্ষণে,
মাছরাঙা বসে ডাঙ্গা দেখে চাঙ্গা মনে।