ভাসলে দু’কূল এই আষাঢ়ে
জমবে পলি মাঠের পরে,
সিক্ত হবে ভূমি জল সিঞ্চনে
করবে কৃষক চাষ আনন্দ ভরে।
জলাশয়ে মাছের মেলা
সবুজ শ্যামল বসুন্ধরা,
যেদিকে তাকাও সতেজ উজল
সৃষ্টি সুখের আবেশে ভরা।
মন কেমনের বর্ষা বেলা
শৈশব স্মৃতি মনে পড়া,
একলা বসে ঘরের কোণে
স্মৃতি যত রোমন্থন করা।