অনন্ত কথা শেষে, তুমি বলো ভালো থেকো,
ভালো আমি থাকি দিব্যি বেশ
দুঃখগুলো ফুৎকারে উড়ো মেঘে উড়িয়ে,
হাসির আড়ালে লুকাই কান্নার রেশ।
তুমি তো জানতে পারো না,
বুঝেও জানার চেষ্টা করো না!
ফোঁটা ফোঁটা তোমার অনুরাগের ছোঁয়ায়,
এই হৃদয়ের পাতায় কত যে কবিতা লেখায়।
অনন্ত কথা শেষে, তুমি বলো ভালো থেকো,
ভালো আমি থাকি দিব্যি বেশ
দুঃখগুলো ফুৎকারে উড়ো মেঘে উড়িয়ে,
হাসির আড়ালে লুকাই কান্নার রেশ।
তুমি তো জানতে পারো না,
বুঝেও জানার চেষ্টা করো না!
ফোঁটা ফোঁটা তোমার অনুরাগের ছোঁয়ায়,
এই হৃদয়ের পাতায় কত যে কবিতা লেখায়।