সব শয়তান গুলো এক হয়েছে আজ
আমাকে করেছে অপমান, দিয়েছে অপবাদ
সবকটাই মূর্খ, সবকটাই গোবর মার্কা
নইলে নিরপরাধ কাউকে—
ওভাবে ঘিরে ধরে পেয়ে একা?
কি অকথ্য ভাষায় গালিগালাজ করলো ওরা….!
আমি ক্ষমতা দেখাইনি,আমি হয়েছিলাম যেন মরা
সেদিন ওরা আমায় চরম অপমান করেছে
ওরা আমায় জনসমক্ষে নগ্ন করতে চেয়েছে
আমাকে মারবে বলে হাতে পাথর নিয়ে ছুটে এসেছিল
কেউ নিয়ে এসেছিল এক মস্ত বড় লোহার বাটখাড়া।
ভয়ানক ভঙ্গিতে…. দেখবি এক্ষুনি?
দেখবি এক্ষুনি? বলে ধমক দিচ্ছিল
অসভ্যতার চরম আকার নিয়ে বন্ধুটাও পালিয়ে গেল
এই কারণেই–
আজকাল বন্ধু আর বন্দুকের ফারাক নেই
এই কারণেই–
আজকাল বন্ধু বান্ধবের গুরুত্ব মুছে গেছে
আজকের প্রমাণ–
আমায় দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে
বিশ্বাস করার মত–
বন্ধন বা আপন সম্পর্ক যাবেনা গড়া কাউকে নিয়ে
সম্পর্ক কাকে বলে তা যারা বোঝেনা
যাদের হাতে পাথর আর লোহার শক্তি থাকে
এদের জন্য কোনদিন–
মনুষ্যত্ব বিবেক ভ্রাতৃত্ববোধ জন্ম নেয় না।
এদের থেকে ভালো ব্যবহার আসা করাটাই ভুল
এখন দেখছি এই—
শয়তানেরাই দেদার ফোটায় বিচ্ছেদের ফুল
তবুও তো ওরাই বেশ আছে
বেশ আছে ওদের মাস্তানি
সবচেয়ে বড় অপরাধ করছে কারা জানেন?
যারা দিচ্ছে এদের উস্কানি,
সব কিছুরই একটা সীমা আছে এই কথা আমি বলতে চাই
এখনো সময় আছে,
সময় ফুরিয়ে গেলে পালানোর পথ খুঁজে পাবে না ভাই
ঠান্ডা মাথাতেই শোনো, এই কথা বলে যাই।