এজন্যই বলে, তোরা বড়লোক
রাত্রিবেলা দুটোর সময় উঠে তামাশা করছিস….!
এজন্যই বলে তোরা ছোটলোক
টাকা পয়সার পরিচয় নিয়ে তোরা চলাফেরা করিস
নয়া পয়সা নয়া পয়সা নিয়েই তোদের হিসেব সর্বক্ষণ
হাত দিয়ে তো তোদের জলগড়ায় না
এজন্যই তোদেরকে সবাই চামার বলে
তোদের কোটি কোটি টাকা থাকলেও তোরা ভিখারি
আর কিছু না পারলেও তোরা রক্ত চুষতে ভালো পারিস
এজন্যই তোদেরকে সকলের রক্তচোষা বলে
তোরা শুধু গরিব মানুষের রক্ত চুষতে জানিস
তোদের তো চরিত্রেরও ঠিক নেই
এজন্যই তোদের চরিত্রকে দুশ্চরিত্র বলা হয়
কারণ তোদের কাছে তোদের চরিত্রের কোন দাম নেই
তোরা তোদের দেশ; সমাজ; আত্মীয়-স্বজন এমনকি ছেলেপুলেদের চেয়েও তোরা টাকাকেই বেশি ভালবাসিস
তোরা মানুষ না। তোরা লোক ভোলানো জানোয়ার
এজন্যই আমি তোদের মত হতে চাইনি
তোদের মত হয়ে গেলে আমি আর মানুষ থাকবো না
তোদের মত হয়ে গেলে আমার বিবেক বলে কিছু থাকবে না
এজন্যই আমি তোদের মত ঐ দামি নামি বিদ্যালয়ে পড়াশোনা করিনি
ঐ শিক্ষায় আমার চাকরি হতো ঠিকই; কিন্তু জ্ঞান অর্জন হতো না
এজন্য আমি তোদের মত বড় হতে পারিনি
তোদের মত বড় হয়ে গেলে ছোট ছোট লোকগুলোকে আর মানুষ বলে গণ্য করতাম না
এজন্যই তোদের গানের সুরে শরীর নাচাতে পারলাম না
তোদের ঐ গানে শুধু যুদ্ধ আছে
কথা নেই
সুর নেই
কোন অর্থ নেই
ঐ গানে নেই কোন অর্থবহুল শব্দ
এজন্যই তো আমি তোদের কোনখানেই নেই
আমি আছি তোরা নেই
তোরা আছিস আমি নেই
আমি চিরকালই তোদের থেকে অনেক ব্যতিক্রম
আমি এই ব্যতিক্রমী ব্যক্তি হয়েই থাকতে চাই।