সেই কবে থেকে তোমার জ্বালায় জ্বলছি
এবার একটু মুক্তি দাও
সেই কবে থেকে তুমিও আমার জালায় জ্বলছ
এবার না হয় আমার হতে বিদায় নাও
তোমার টাকা চাই; বাড়ি চাই; গাড়ি চাই; সুখ চাই
আমি এক নিঃস্ব কবি, বলো এত কিছু কোথায় পাই?
আমার বড় ভুল হয়েছিল তোমার হাত ধরেছিলাম
আমার বড্ড ভুল হয়েছিল তোমায় স্বপ্ন দেখিয়ে ছিলাম
যদি পারো আমায় ক্ষমা করে দিও পিঙ্কি
অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখি আমি যে চিরদুখী
কত জনমের অভিশাপ নিয়ে জন্মেছি এই পৃথিবীতে
অভিশাপগুলো হয়নি সাপ; এখনো তার রেশ আছে কপালেতে
আমার চলাফেরা; খাওয়া-দাওয়া; ভালোলাগা
ওসব কোন কিছুই ভালো লাগেনা তোমার
আমি যেন তোমার চোখে একটা মস্ত জঞ্জাল
কোন অকারণ কোন অজুহাতে তুমি খুব অপমান কর আজকাল
এই ঘর থেকে আমি বিদায় নিতে চাই
আমাকে বিদায় দাও
আমি এই সংসার ছেড়ে চলে যেতে চাই
আমাকে যেতে দাও
এত অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে তোমার বোঝা হতে চাই না
তোমার আমার এই বন্ধন
ছিঁড়ে যাওয়া কালো মেঘ হোক আমি চাইনা।