সেদিন শহরে কান পেতে শুনি গুঞ্জন চারিদিকে!
সাধুর শহরে বেশ্যা মরেছে না জানি কতো যে সুখে!!
বেশ্যা মরেছে? সে তো ভালো কথা পাপের হয়েছে শেষ!
শশ্মানে তাকে যাবে নাতো আনা গুণীদের নির্দেশ!!
জীবিত বেশ্যা ভালো খুব লাগে, মরে গিয়ে পেলো দোষ?
পোড়াতে আনলে খুলে যায় যদি বাঁধা বাবুদের মুখোশ!
বেশ্যা তারা তো রাতের রাণী রাতকে বানাবে দিন!!
দিনের আলোয় কে গো চেনে তাকে অবহেলা প্রতিদিন!
রাতে তাকে যারা রাণী করে রাখে ভাসে গো স্বর্গ সুখে!
দিনে তারা শুধু ছি ছি করে আর গালি লেগে থাকে মুখে
সাধু সুনামের ভান করে থাকা যতো আছে গুণীজন!
রাত হলে শুধু শরীরের খোঁজ তখন প্রেমিক মন!!
প্রেম কি গো আর এতো কিছু বোঝে অন্ধ সে যুগে যুগে
শরীর তখন তৃপ্তি যে পায় শরীরের সম্ভোগে!
রাতের আঁধারে বেশ্যার ঘর স্বর্গ তাদের কাছে
দিনের আলোয় যাবে না চেনা, ভয় নেই লোক লাজে?
চিনি চিনি ভাই সব সাধুকেই যতোই ধরো না বেশ!
জেনে রেখো তবে এটাই সত্যি পাপের আছে যে শেষ!!
মেয়েরা তো হলো মায়ের জাতি, বেশ্যা বানালো কে?
রাতের শহরে ধনীর ছেলেরা খদ্দের সেজেছে!
পতিতা নারীর দেহ হবে দাহ, হবে তার স্বর্গলাভ?
এহেন কথন না শুনি কখন মূর্খের সংলাপ!!
কপালের দোষে হলো যে বেশ্যা তারই হলো সব দোষ
যারা তাকে আজ বানালো বেশ্যা তারা সব নির্দোষ?
আর কতো কাল থাকবি আড়ালে মুখোশধারীর দল?
হাটে হাঁড়ি ঠিক ভাঙবে দেখিস যতো কর গ্যাঁড়াকল!!