বেকার ছেলেটা
ঘাড় গুঁজে খেটে চলেছে ,
শুধু একটা চাকরি পাবার আশায়।
একমাত্র সন্তান,
একাডেমিক কেরিয়ারে ঠাসা,
কারিগরী শিক্ষায় জমকালো সার্টিফিকেট,
তবু বেকার।
হাতে গোনা কয়েকটি টিউশনি,
মাস গুজরান ঐ টাকায়।
রিটায়ার্ড বাবার ঘাড়ে এখন নিত্যদিন।
হার না মানার প্রত্যয়।
শুধু পরিশ্রম আর পরিশ্রম।
পরীক্ষার জাঁতাকলে পিষছে।
একটা দুটো শিঁকে ছিড়লেও,
কর্মব্যস্ত হতে পারেনি।
নিয়োগের আগেই মামলা।
চলছে তো চলছেই,
যৌবনের শেষ প্রান্তে প্রেমকে পরিণতি,
টিউশন ভরসা।
কাঁধে সংসার,
পিঠে ডিগ্রীর বোঝা,
অন্তরে হাহাকার,
চোখে স্বপ্নের মৃত্যু,
তবু চলে পথচলা।