আজকাল ঘর থেকে ঋন নিয়ে বাস করছি
বেকারত্বে
সকালে উঠে চায়ের সাথে ডুবিয়ে খাচ্ছি
পাড়া থেকে দেশের সফলক কথার খবর
কাগজের হেডলাইনে,
আর মেনে নিচ্ছি বিধাতাদের দেওয়া ভাগ্য
দোষী দের আইনে।
দিনের উপর দিন চলে যাচ্ছে মানবতায়,
প্রত্যহ ভাতের সাথে গিলে খাওয়া অস্থিরতাকে
গালি দিচ্ছি দেশ রাজনীতির মতো
নিজের সবটুকু দিয়ে
নিজের ছাড়া কাকে দেওয়া যায় বলুন তো –
যে বেকারত্বের ঋন নিজেকে দায় মনে করায়!