কথা শেষ
যাঃ চলে , শুরুতেই মাটি নিলে কি বলে !
জ্যোৎস্নাকে কোথা দেবো বসতে ?
আসবে যে মহীনের ঘোড়াটি
দেরী হলে চলে যাবে অস্তে ।
আস্তে !
নীরবতা নিভে যাবে কথাদের ছোবলে ।
নির্জনে ঘাস ফোটে স্বভাবেই
ধ্যান পেলে শিশিরের পাখাটি ,
দৃশ্যেরা জন্মায় এভাবেই ।
এভাবেই
জারুলের ডালে ওঠে হাইতোলা চুপিভোর
সাদা কাক জেগে যায় জানতে ।
ঠোঁটে নিয়ে চুপছাপ পৃথিবী
রবহীন কথা আঁকি প্রান্তে ।
শান্তি
মনে মন কতো কথা , জুড়ে দিলে নদীতোড়
প্রকাশিত দৃশ্যেরা দ্রাব্য ,
বেঁচে থাক ডাকনাম শ্রীজীবী
নিবিড়ের ওমে মন নাব্য ।