মেঘ , কেন তুই রাখলি দূরে বৃষ্টি মায়া ?
হলুদ বনে পুড়ছি বিকেল , সঙ্গে আনিস ;
সূর্য ডোবার আগেই যেন ভিজতে পারি
বসন্ত- বীজ পুঁততে হবে , তুই তো জানিস।
হারিয়ে গেলে মনের খিদে , আবার খোঁজা
খুঁজতে খুঁজতে একটি জীবন নষ্ট নোঙর ,
আকাশ ধ্যানের উল্কাপাতে ক্লান্ত ডানা
পরাগ কিছু জমিয়েছিলাম , বৃষ্টি ভ্রমর ।
যোজন যোজন যুদ্ধ এখন বাইরে- ঘরে
যে যার স্বার্থে কিনছে বেচছে মানুষ- পোড়া ,
বাচিক হিংসা ঠান্ডা হয়ে গলবে শিশির
সেই আশাতেই বৃষ্টি লিখি , স্বপ্ন – ঘোড়া ।