বৃষ্টি ভেজা ঝাপসা সকাল
কুয়াশাতে ঢাকা যেন,
রবির আলোক নেইকো মোটে
ধুম্রজালে ঘেরা হেন।
ঝরো ঝরো বাদল ধারা
ঝরছে অঝোর সারাটাদিন,
ডাকছে ঝিঁঝিঁ ঝোপে ঝাড়ে
ম্লান আলোকে দৃশ্যতা ক্ষীণ।
মেঘের ডাকে বকের পাতি
পাখসাট তুলে উড়ছে দলে,
ভেজা পাখায় সারি বেঁধে
সাঁতরে বাতাস নীড়ে চলে।
কাজল মেঘের বাহক সাথে
পালকি চড়ে সন্ধ্যা নামে,
ঘনায় আঁধার চারিদিকে
নিকষ কালো পৃথ্বী ধামে।
স্তব্ধ কূজন, মাঝে মাঝে
দূর বনেতে শেয়াল ডাকে,
ঘ্যাঙর গানে দাদুর মাতে
জোনাক জ্বলে তারই ফাঁকে।
