বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর টুপ,
বানের জলে সব ভেসে যাক উৎসবে সব চুপ।
গব গবা গব বৃষ্টি পড়ে গব গবা গব গব,
কার্নিভালে কোমর দোলায় চেয়ে দেখে সব।
ছপ ছপা ছপ বৃষ্টি নামে ছপ ছপা ছপ ছপ,
রাজ্য জুড়ে শিল্প একটা বেগুনি মুড়ি চপ।
বৃষ্টি পড়ে টুপুর টাপুর টুপুর টাপুর টপ,
রাজ্য জুড়ে চলছে কেবল গুলবাজি আর ঢপ।
টিপ টিপা টিপ বৃষ্টি পড়ে টিপ টিপা টিপ টিপ,
পুজোর অনুদানের টাকায় কিনি বোতল নিপ।
ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে ঝম ঝমা ঝম ঝম,
মেলায় খেলায় দেদার টাকা ডি. এ র বেলায় কম ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি,
পাথর বালি গরু তো ছার ইজ্জতও হয় চুরি।
টিপির টিপির বৃষ্টি পড়ে টিপির টিপির টিপ,
বন্ধ করবে লক্ষ্মীর ভাঁড় বুক করে ঢিপ ঢিপ।
ঝর ঝর ঝর বৃষ্টি ঝরে ঝর ঝর ঝর,
তিনি হলেন একাই একশ বাকি সব চুপ কর।
তাথৈ তাথৈ বৃষ্টি নামে তাথৈ তাথৈ থৈ,
গদী পেয়ে বুদ্ধিজীবী মুখ লুকালো কই?
এমনি করে বৃষ্টি দেখো ক্যামন দিলো সুর,
অনেক হলো আর নয় ভাই এবার করো দূর। ।
