বিশ্বাস মানুষের অহংকার আর আত্মবিশ্বাস,
বিশ্বাস মানুষের অতল মনের জলোচ্ছ্বাস,
বিশ্বাস মানুষের সচ্ছতার নির্মল মুকুর,
বিশ্বাস মানুষের সুরেলা বাসন্তী দুপুর,
বিশ্বাস মানুষের না’বলা অন্তরের ভাষা,
বিশ্বাস মানুষের অন্যকে বোঝার দিশা,
বিশ্বাস ভঙ্গের যন্ত্রনা সহ্য করা সয়না,
বিশ্বাস ভঙ্গের কারণ সহসা বোঝা যায়না,
বিশ্বাস ভঙ্গের ফলে মনে ধরে ফাটল,
বিশ্বাসী ভঙ্গের কারণে মন হয় চঞ্চল,
বিশ্বাস ভঙ্গের জন্য মানুষের সম্পর্ক নষ্ট,
বিশ্বাস ভঙ্গের জন্য অন্তরে জমে কষ্ট।