দুটি হাত কাটা?
এমন পঙ্গু আমি দেখিনি কোথাও
দুটি কান কাটা?
এমন নির্লজ্জ আমি দেখিনি কোথাও
দুটি ঠ্যাং খোড়া?
এমন পথিক আমি দেখিনি কোথাও
মন ও বিবেক দুটোতেই শূন্য?
এমন মানুষ আমি দেখিনি কোথাও
মূল্যায়ন ও মূল্যবোধ দুটোতেই সে অজ্ঞ?
এমন মানসিকতা যে একেবারেই নিরর্থক
রাষ্ট্র তন্ত্র আর গ্রনতন্ত্র সবখানেই যার রাজ্য তন্ত্র
এমন মন মানসিকতায় আমি দেখি সর্বদাই কু মন্ত্র
অনবরত ভুল করে ভুল দেখে করে চলে ভুল অনর্গল
বিশ্বের ইতিহাসে দূরবিনে চোখ পেতেও এমন মানুষ বিরল।