মন যমুনায় উঠলো তুফান
তোমার প্রেমের মোহে,
এসো প্রিয়া মোর রচি এক সাথে
মিলন কাব্য দোঁহে।
নীল দিগন্তে ছুটে যাই চলো
বেদুইন হয়ে হেসে,
তেপান্তরের মাঠের সীমানা
খুশির নাওয়ে ভেসে।
তুমিই আমার ভোরের পাখির
মিষ্টি মধুর তান,
মন ভরে যায় তব বুলি শুনে
হৃদে জাগে সুর গান।
হৃদয় মাঝেতে তোমা বই আর
ভাবতে পারিনা কেউ,
তব অধরের মিষ্টি হাসিতে
মনেতে জাগায় ঢেউ।
যৌবন বেদি গোলাপের ন্যায়
স্নিগ্ধ প্রকাশে তব,
সেই রূপ রঙে হৃদয় রাঙিয়ে
সুখে ভেসে রই ভব।
বিবাগী এ মন বাউলের বেশে
তব পানে শুধু ধায়,
ফাগুনের দিনে উচাটন মন
তোমায় কাছে যে চায়।