খাঁটি সোনার প্রতীক চিহ্ন
হলমার্ক, সবাই বলে,
বিনু গয়লা পরিয়ে দেয়
নিজের গাভীর গলে।
হা বাবু হা মুঠাফোনে
খাঁটি সোনা হবে,
হলুদ রঙের দুগ্ধ পাবেন
পাকা সোনা রবে।
ট্রাকে করে দুধের ক্যান যে
হাজার মাইল পাড়ি,
কড়কড়ে নোট নিচ্ছে গুনে
এমন কি কাজ ভারী।
কোটিপতি বিনু গয়লা
হলমার্ক দুগ্ধ বেচে,
নাতি হাসে মুখটি টিপে
দেবে বুঝি কেঁচে।
সোনার দুগ্ধ কোথায় দাদু
গলায় সোনার মালা,
কি যে বলিস এটার জন্যই
দুধের ভাণ্ডার ঢালা।
গয়না প’রে বুধি আমার
খুশি মনে থাকে,
গ্যালন গ্যালন দুধের সাপ্লাই
বিনা জলে রাখে।