বীণাপাণি সরস্বতী বিদ্যার দেবী
মাঘ পঞ্চমী শুক্লা তিথি হংস সনে,
পদ্মাসনে আবির্ভূতা ধরাধামে
করজোড়ে প্রণাম সবে করে মনে।
হাতেখড়ি দেয় যে শিশু খাগ কলমে
স্নানটি সেরে শুদ্ধ বস্ত্রে আসন পেতে,
পুরুত ঠাকুর হাতটি ধরে ঘোরায় বর্ণে
ছোট্ট শিশু আনন্দেতে ওঠে মেতে।
বিদ্যালয়ে পড়তে যাবে হয় সূচনা
নামতা পড়বে অক্ষর শিখবে স্লেটে চকে,
অঞ্জলি দেয় রোজ সকালে মায়ের সাথে
অং বং বলে আধো আধো স্বরে বকে।
বীণাপাণি বিদ্যা বুদ্ধি দিও তবে
মাথা নাড়ে খোকা খুকু দুলে দুলে,
খাগ কলমে বুলায় কেবল কাগজ ভরে
নতুন খেলায় মত্ত রবে বিশ্ব ভুলে।
প্রার্থনা রয় পিতা মাতার মায়ের সমীপ
বিদ্যা বুদ্ধি দিও গো মা মানুষ করো,
শিক্ষার সাথে মনুষ্যত্ব থাকে যেন
তোমার হাতটি খোকা খুকুর মাথায় ধরো।