ধন্য বিড়ি তুমি যে গো
সবার প্রাণের দোসর,
ছোটো বড় সবে করে
যত্নে পরম আদর।
তোমার মোহ নেশার ঘোরে
কত শত জনে,
নিকোটিনের বিষাক্ততায়
যুঝছে জীবন সনে।
টানছে গাঁজা নেশার দ্রব্য
তোমার মাঝে পুরে,
তোমার প্রেমিক কত শত
আছে বিশ্ব জুড়ে।
ধন্য ওগো ধন্য তুমি
বিশ্বজগৎ মাঝে,
বিবাগী মন তোমার সাথে
সকাল সন্ধ্যা রাজে।
