যেয়োনা নবমী নিশি নিয়ে তারাদলে
দশমীর তিথিক্ষণ দাও স্তব্ধ করে
উদিলে সবিতা ওই উদয় অঞ্চলে
কৈলাসেতে যাবে ফিরে উমা স্থামী ঘরে।
মেনকা বিলাপ করে সজল নয়নে
কতদিন প্রতীক্ষাতে রয়েছি নীরবে
এসেছিস মর্ত্যভূমে পিতৃ আবাসনে
তিন দিন স্বর্ণদীপ জ্বলেছে যে ভবে।
দূর করে অন্ধকার আলোকেতে ঘিরে,
আনন্দ ধারায় দিলি ভুবন ভরিয়ে
দ্বিগুণ তিমির হবে তুই গেলে ফিরে
বছরভর রবে যে অপেক্ষায় হিয়ে।
মেনকায় দিয়ে বহু আশ্বাসের বাণী,
অশ্রুজলে যাত্রা করে গিরিশের রানি।