এতো যে দৃশ্যাদি , পেরিয়ে এসেছি
কিছুটা আবছায়া , কিছুটা ভুলেছি
বাকিটা দৃষ্টিতে , আগলে রেখেছি
ওরাই সবেধন , সাজিয়ে চলেছি ।
সামনে যারা আছে , এবং চলমান
বিকেল দাঁড়ালেই , ছায়াতে ম্রিয়মান
বিকেল এলো তবু , হইনি শুনশান
বিকেল ফিরে যাও , শিরায় সাম্পান ।
মনের মৌবনে , ফুটেছে জুঁই ফুল
সকাল মধুপায়ী , দুপুর কুলকুল
এখনও মনে মদ , মজালে নজরুল
বিজনে বনলিপি , বাজালে বুলবুল।
আয়ুর ভীড়ে নয় , আয়ুর গভীরতা
রৌদ্র ধরে আছি , আয় না আলোলতা
কথারা কুঁড়ে হোক , শুনবো তোর কথা
দৃশ্য এসো বসো , বলছি রূপকথা ।