গ্ৰাম শহরের যত রাজপথ,
চলেছে লক্ষ মহিলার রথ।
বিচারের ধ্বনি আকাশে বাতাসে,
গর্জন শুনে শাসক তরাসে।
ভীড়ে উত্তাল তিলোত্তমা
ধর্ষকদের করবে না ক্ষমা।
সকলেই আজ ধর্ষিতার মা,
বিচার চেয়ে হয় সব জমা।
হিংসার বলি ডাক্তার মেয়ে,
আরজি কর-এ পড়তে যেয়ে।
লোভী শ্বাপদের কামুক শিকারে,
ধর্ষিতা ও খুন রাতের আঁধারে।
নিরাপদ নয় আজও নারীরা,
চারিদিকে দাপায় দুর্বৃত্তরা।
সমাজ তাকিয়ে, নিয়ে আলো আশা,
বিচার পাবেই প্রতিবাদী ভাষা।