অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার জন্য,
কবে আসবে তুমি আলোর সরণি বেয়ে,
বজ্র র্নিঘোষে অশণির তীব্র কশাঘাত হয়ে,
এখন তোমার চোখের কৃষ্ণ
পর্দা গেছে সরে,
সমাজের বুকে দীপাবলির নিরপেক্ষ মশালের স্ফুলিঙ্গ হয়ে,
আসবে কি তুমি নারীর রক্ষায়
উগ্র চামুন্ডা হয়ে,
বহুরূপী রাক্ষস ডাইনি মামদো
পেত্নীরা হোক র্নিমূল,
আসুরিক রক্তবীজের শাসনের
অবসানের ডাক দিয়ে,
অন্ধকারের কীটপতঙ্গ নিধনের
মহা হুংকার তুলে,
দীপাবলির আলোয় আলোকিত হোক দেশের প্রতিটি কোন,
জগদ্ধাত্রী হয়ে জগতের আসুরিক জঞ্জাল দুর কর,
প্রতিক্ষায় রইলাম তোমার শাশ্বত বিচারের