আমি শুদ্ধ নই; বিশুদ্ধ নই
আমি তিক্ত নই; বিরক্ত নই
আমি সন্তুষ্ট নই; তাই লক্ষ্যভ্রষ্ট নই
আমি অকাল পাপের পরিপন্থী নই
আমি উগ্রতার উগ্রপন্থী নই
আমি কোন বিক্ষিপ্ত ষড়যন্ত্রী নই
গাল ভরা বক্তৃতা দেওয়া আমি কোন মুখ্যমন্ত্রী নই।
আমি নই কোন ——
সস্তার বস্তায় পচা তেজপাতার গন্ধ
আমি নই কোন ——–
বিকেলের হঠাৎ ডুবে যাওয়া সূর্যের মনোমালিন্য
প্রবাহ গীতের দাপটে ——
ভেসে যাওয়া আমি নই কোন ঝঞ্ঝাট
আমাকে বুঝে নিতে পারলে জীবন হবে সহজ পাঠ।
আমি ক্রদ্ধ নই; বাকরুদ্ধ নই
আমি বিকল্প এক অনুকল্প
স্বল্পতার প্রসাদ মাখা আমি কোন গল্প
আমি বিকল্প আমির ছায়া সঙ্গী দিবারাত্র
আমি নই কোন ফকটে কিছু নেয়ার পাত্র
আমার আমিতে বিকল্প কেবল আমি
মূল্যবান;মূল্যহীন;পৃথিবীতে —
আমার কাছে আমিই কেবল আছি দামি।