পূজনীয় বাবা-মা, অনেকদিন পর
লিখছি তোমাদের চিঠি,
এসেছি শ্বশুরবাড়ি হলো তিনমাস
স্মৃতিতে ঝাপসা দিঠি।
কেমন আছো মা’গো আমার
বাবা কেমন আছে?
মন টেকেনা এখানে আমার
ভাবি চলে যাই তোমাদের কাছে।
একান্তে বসে প্রার্থনা করি
কেবল দিনে রাতে,
কুশলে থেকো সদাই তোমরা
সুস্থতা ও আনন্দ সাথে।