গভীর রাতের শেষে তুমি আনলে এ কোন দেশে
অনাহারে অনিদ্রায় সব চোখের জলে ভাসে।
যুদ্ধ চলছে রাজায় রাজায় শিশুর তাতে কি এসে যায়
বড়ো যারা ভাবুক তারা যুদ্ধ আমোদ না কি?
গায়ের চামড়া হলুদ হলো চোখের রঙ ধূসর
তপ্ত রোদে মাথায় নেই ছাদ তপ্ত বালু ঊষর।
ক্ষিধে পেলে কান্না এলে কষ্ট চাপতে ঢুলি
না জানি কোন বোমার ঘায়ে ফাটবে মাথার খুলি।
লোভ মানুষের লাগামছাড়া নয় শেখানো বুলি
আমরা যারা ভুক্তভোগী আগেই পটল তুলি।
কেউ বেঁচে যায় পালিয়ে বেড়ায় কেউ পড়ে যায় চাপা
হুড়মুড়িয়ে বাড়ি ভাঙে সবাই পড়ে চাপা।
আকাশে জেট দেখলে পরে প্রাণ টা খাঁচা ছাড়া
জীবন যুদ্ধ গুষ্টি শুদ্ধো হচ্ছে স্বদেশ ছাড়া।
যুদ্ধ যুদ্ধ খেলা করে বড়োরা সবাই
আমরা শিশু আমরা অবুঝ আমরা কাঁদি তাই।
মা’র কাছে নয় মাসির গল্প তোমরা জানো কি
অস্ত্র বেচার ছল চাতুরী অবাক হচ্ছো নাকি?
কতো টাকা চাই যে তাদের বড়োরাই তা জানে
মানুষ মারার অস্ত্র শস্ত্র শয়তানেরাই কেনে।
মানুষ মারে ধ্বংস করে কে কার কথা শোনে
হিসেব কষে যুদ্ধ শেষে ক্ষয়ক্ষতি টা জানে।
ধ্বংসকারী পার পাবেনা সবাই সেটা জানে
এই পৃথিবীর ক্ষতি সবই তবু্ও বিমান হানে।।