আবেগের বেগ থেমে গেলে , নদী শুধু স্মৃতির ভিক্ষুক ।
আগুন আবেশে পুড়ে উন্মুখ মাটি পায়ে
বাঁকুড়ার ঘোড়া –ওয়েলার ।
গতি খাক মানসিক মজ্জার মেদ
গতি যাক শারীরিক শামুকের সরিয়াল তিরে ।
বীজেদের শ্রমে ফলে আছে অনন্ত ফসলের ঘাম
সুন্দরের মুদ্রা মন্থনে মুগ্ধ ভারতনাট্যম ।
আকরিক অগ্ন্যুৎপাতের মতো কান্নার
কোনও অলস অনুবাদ হয় না
আন্তরিক আবেগের বয়স বাড়ে না ।