বস্ত্রহরণ কী শুধু দ্রৌপদীরই হয়েছিল?
মহান ভারতে এই পরম্পরা চলছে রোজ ।
ভালো দিনের ভারতে পুরুষরা বাদ যাবে কেন!
এবার ভারতের হৃদয় প্রদেশে ঘটল সেটাই।
থানায় সাংবাদিকদের বস্ত্রহরণ করে তল্লাশি!
পৃথিবীতে আগে কখনও ঘটেছে এমন ঘটনা?
এটা অবশ্যই ভারতের ভালো দিনের চরম নমুনা!
প্রতিবাদের স্পর্ধা দেখিয়েছেন তো মরেছেন,
নির্বিচারে হেনস্থা নতুন শাসকের কাছে জলভাত!
নিজেদের অ্যাজেন্ডা পূরণে রাষ্ট্রশক্তির ব্যবহার,
নোংরামি যতটা নিচে নামতে পারে নামুক,
কুছ পরোয়া নেই ভালো দিনের এই ভারতে,
গণতন্ত্রের নামাবলীতে সংখ্যাতন্ত্র সহায়ক।
থানার লক আপে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের বস্ত্রহরণ,
ক্ষমতা অপব্যবহারের কী অপার মহিমা!
মুক্ত চিন্তা ছেড়ে শাসকের করো গুণকীর্তন ,
নয়তো জীবন কেরোসিন করে দেওয়া হবে!
বিশ্বনিন্দিত এক প্রতিবেশী দেশের সুপ্রিম কোর্ট,
প্রধানমন্ত্রী – রাষ্ট্রপতির বিরুদ্ধে রায় দিতে পারে,
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের আদালত,
সংবিধানের রক্ষাকারী সুপ্রিম কোর্ট পারে না !
রায় বিপক্ষে গেলে রাজার দল কোর্টের মানহানি করে,
খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির খেদোক্তি !
সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে আজ,
কোন্ অতলে তলিয়ে যাচ্ছি আমরা?????