এসেছিল প্রেম চিঠি গোলাপের সাথে
বসন্ত বিলাসে মন আলাপনে সুখে
একাকীত্বের জ্বালার মহৌষধ তাতে
দেখি নাই ফিরে তোমা থাকি হাসি মুখে।
বিবসনা জ্যোৎস্না স্নাত রাত যায় কেটে
বেদনার শত ব্যথা নিলে বুকে পেতে
লহুর স্রোতের রেখা মুছে নাই মোটে
আমোদে প্রমোদে কাটে প্রেম সুখে মেতে।
প্রতিদিন বাগে এসে ঘুরি নানা ছলে
পাশে এসে ঘুরে গেছি তবু দেখি নাই
আজ চোখে পড়ে যেই মুহূর্তের পলে
ব্যথায় ক্লিষ্ট হয়ে দুঃখ মনে পাই।
ছিঁড়েছিল সে গোলাপ তোমা গাছ হতে,
সহেছিলে কত ব্যথা দেখা মেলে ক্ষতে।