পলাশ শিমুল ছায় বাতাস উদাস তায়
বনলতার মাদকতা কত,
ফাগুন আগুনে রাঙা মননের চুপকথা
উদ্বেলিত হৃদি মাঝে যত।
প্রণয় প্রভাত কালে কোকিলের কুহু তানে
ভেসেছিলাম সুখে মোরা দোঁহে,
অশোকের শাখা তলে কাটে বেলা নানা ছলে
প্রেম সোহাগে মাতামাতি মোহে।
রাখালিয়া সুরে বাঁশি মনে বাজে নিরবধি
মরীচিকার হাতছানি সম,
দূরে অজানার পানে চেয়ে রই আনমনে
প্রেম আবেগে ভাসে মন মম।
ফাগ আগ ধরা মাঝে মহুল সুবাস তাতে
আনন্দের সীমা হয় হারা,
এই ক্ষণে তুমি এলে মনে খুশি দীপ জ্বেলে
দিবস যামী ভেসে রব সারা।
মধুমাসে ফুল রাশ মনকে করে উদাস
একেলা হায় ভালো নাহি লাগে,
যৌবন বন্দরে ঢেউ মেলা করে খেলা
উচ্ছলিত হয় মন ফাগে।
সারাদিন কুহু তান মন করে আনচান
ব্যথা অনলে হৃদি জ্বলে যায়,
পুড়ে মন হয় খাক ফাগুন দিয়েছে ডাক পরান মোর তোমা কাছে চায়।