বসন্ত এসেছে দ্বারে ফাগুনের বেলা
বসন্তসখার গান সকল সময়,
পিউ কাঁহা সমীরণে ভেসে করে খেলা
ফাগ রাগে মন তার বিচঞ্চল হয়।
শিমুল পলাশে রাঙা দিগন্ত বলয়
সোনাঝুড়ি ফুল দোলে বিনুনির সাজে,
ধবল মেঘের ঢেউ অম্বর আলয়
জাগে কচি কিশলয় দ্রুমদল মাঝে।
নদী বক্ষে উর্মিরাশি ঝিলিমিলি রাজে
কত শোভা প্রকৃতির চরাচর জুড়ে,
ভ্রমরের গুঞ্জরন পাখে বীণ বাজে
বাতাস খুশিতে ধায় অজানায় দূরে।
বসন্তের আগমনে পুলকিত ধরা,
জনমনে মধুরতা স্নিগ্ধতায় ভরা।