বৈশাখ জৈষ্ঠ্যের প্রচন্ড দাবদাহের ফলে,
মাঠঘাট শুকিয়ে ছিল তীব্র জলাভাবে,
দুঃশ্চিন্তায় ভাঁজ পড়েছিল চাষীর কপালে,
আষাঢ়ে ও দেখা দেয়নি বর্ষারাণী
শ্রাবণের আকাশে ঐ মেঘের ঘনঘটা,
বৃষ্টিধারায় জলেভরা চাষের জমি,
আনন্দে ওরা রুইছে ধানের চারা,
ধানের বীজে সাজছে দেখ ভূমি,
অঘ্রানে কাটবে ওরা পাকা ধান,
সোনার ধানে ভরবে চাষীর গোলা,
নতুন ধানে হবে নবান্ন উৎসব,
গ্রামের মাঠে বসেছে সংক্রান্তির মেলা