বর্ণ শেখা প্রথম শুরু
মায়ের মুখে শুনে,
বাক্য গঠন শিক্ষা সবই
মায়ের বুলির গুণে।
ছোটোবেলায় পরম যত্নে
ছড়া গানের সাথে,
নানান বর্ণ শেখান মাতা
হাত বুলিয়ে মাথে।
অক্ষর জ্ঞানে পোক্ত হলে
বাক্য যে হয় খাসা,
বর্ণমালা রীতির সনে
শিখি বাংলা ভাষা।
দাদু ঠাম্মি হন যে খুশি
অক্ষর শিক্ষা দেখে,
গল্প ছড়ায় কত কিছু
শেখা তাঁদের থেকে।
শৈশব সবার কাটতো আগে
এমন ভাবেই বুঝি,
আজকের দিনে সব হারিয়ে
অতীতটা তাই খুঁজি।