বন্ধু মানে একসাথে মিলে
দামাল দস্যিপনা,
বন্ধু মানে অপার ভালোবাসা
আত্মার আপনজনা।
বন্ধু মানে চিরসখা
সুখ দুঃখের সাথি,
বন্ধু মানে গল্প আড্ডা
ভুলে দিন রাতি।
বন্ধু মানে চলার পথে
খুশি আনন্দ উদ্যম,
বন্ধু মানে স্বার্থ ভুলে
আবদারের বেহিসাবি দহরম।
বন্ধু মানে ঝগড়া খুনসুটি
তবু তোকেই ভালোবাসি,
বন্ধূ মানে অভিমান ভাঙাতে
মনের অস্থিরতা রাশি।
বন্ধু মানে এক বাটিতে
ভাগ করে মিলে খাওয়া,
বন্ধু মানে একজনের খুশিতে
অপরের আনন্দ পাওয়া।
বন্ধু মানে অফুরন্ত পাগলামি
কারণ ছাড়াই হাসি,
বন্ধু মানে লুকিয়ে দুষ্টুমি
মজার আবেগে ভাসে।
