কতদিন হয়ে গেল তোর সাথে দেখা নেই, কথা নেই
কত বছর আগে তোকে দেখেছিলাম
আজ আবার দেখলাম তোকে
বেশ অনেকক্ষণ ধরে আমি তোর মুখোমুখি বসে আছি
তোকে ভালবাসতে পেরেছি কিনা জানিনা
তবে তোকে ঘৃণা করতে পারিনি এক বিন্দুমাত্র
তোকে স্বপ্নে দেখলাম বনলতা
বনলতা নামটা সেই কবে থেকে মনের খাতায় লিখে চলেছি
শুধু মনের খাতায় নয়
বনলতা নামটা লিখে চলেছি——
স্মৃতিতে……
প্রীতিতে…
গাছের পাতায়…
খাতায় ….
গুলুমলতায়…
মনের ব্যথায় …
নদীর স্রোতে …
জোয়ারে….. ভাটায়……….
লিখে রেখেছি আমার রক্তনালীতে
জলে….. পলিতে…………
বনলতা ছাড়া যেন পৃথিবীতে কিছু নেই
মুখোমুখি বসার পরে আমরা কোথাও যাচ্ছিলাম ট্রেনে চড়ে
চলন্ত ট্রেনের কামড়ায় তোর আর আমার মাঝে অনেক মানুষের কোলাহল
তারই মাঝে আমরা কথা চালাচালি করছি দূর থেকেই
কথা বলতে বলতে একটা সময় এল
প্রচন্ড আকারে আমাদের মধ্যে ঝগড়া হলো
ইতিমধ্যেই আমার স্টেশন এসে যাওয়ায় আমি নেমে গেলাম
আমার বনলতা এগিয়ে গেল তার নিজের স্টেশনে
দীর্ঘ ২৬ বছরের পুরনো স্মৃতি সব রয়ে গেল
পড়ে রইলাম আমি একা। আমার বনলতা চলে গেল।