বড়দিন বড় নয়
আলোকের ঝলকে,
বড়দিন বড় হোক
ঐক্যতান পুলকে।
দেখে এসে দয়ালু
নিকোলাস সান্তা
গরিবেরা প্রত্যহ
খায় শুধু পান্তা।
চায়না যে ওরা সবে
চকোলেট ভরা হাত
চায় শুধু খেতে ওরা
দু’মুঠো গরম ভাত।
তাই বলি বড়দিন নয়
ছোটো বড় বিচারে
হোক প্রত্যহ বড়দিন
মানবিক আচারে।