গোধূলির গগনেতে ডালিম রঙ আভা,
দিনমনি পাটে যাওয়ার নিচ্ছে প্রস্তুতি,
বাতায়নে বসে আছি হয়ে আনমনা,
পিপাসিত চাতকের ন্যায় অন্তরের আকুতি।
আদিগন্ত রূপকথার মোহময়ী আবেশে গম্ভীর,
বলাকা পাখায় মিলায় গোধূলির শেষ আলো,
আনমনা মনে অকস্মাৎ তোমার স্মৃতির বিহার,
উদাসীন মন হয় চঞ্চল,অস্থির তোমার তরে।
ক্ষণে ক্ষণে চুপকথাদের চুপি চুপি আনাগোনা,
আঁধারের সাথে কতনা জল্পনা তার,
সন্ধ্যাবেলাটা আজ মরিচীকার ন্যায় অন্ধকারেও দেখি উজ্জ্বল নিবিড়।
বিশ্বাস অবিশ্বাসের মাঝে যেন একটা উঁচু প্রাচীর,
মনটা এদিক থেকে ওদিকে বার বার যাচ্ছে ডিঙিয়ে,
স্বপ্ন আঁকি দূর নিহারিকা অম্বরে তাকিয়ে।
স্মৃতির পাতায় নোনাজল ভেসে যায় আপনা,
চলে গেছো দূর প্রবাসে , কতদিন দেখিনি তোমায়,
সময়ের কৃপণতায় আসা হয়নি কাছে মোর,
স্বপ্ন নিয়ে বেঁচে থাকা হৃদয় বলছে আজ,
ফেরারী পাখি তুমি ফিরবে এই সাঁঝে।