কান্নার নোনা নদী কেন হবো , ঢেউ ?
এ জীবনে কোনও কথা দেয়নি তো কেউ !
আঁধারের ঘুমে রেখে ঘোর বিশ্বাস
ফুসফুসে ভোর এসে জ্বেলে যায় শ্বাস ।
সাগরের সততায় পর্বতে নদী
আমি কী হারাতে পারি সত্যের বোধি !
পাতাদের ঝরা ছায়া লুফে নিয়ে মাটি
আমার পারদে পাতে শীতলের পাটি ।
তবুও তেষ্টা তটে বিষাদ বিলাস
মানব ট্র্যাজেডি ট্যুরে প্রকৃতির ফাঁস !
যেভাবে ছড়ালে ডানা , পাখি পায় নীড়
সেভাবে ফেরাও কবি যাপনের মীড় ।
— ফেরারী গল্প কেন , হেরে গেছো নাকি !
কিসে জয়- পরাজয় , খোঁজ আরও বাকি ।